সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

জেলেদের সহায়তা প্রদান কমিটিতে মৎস্য প্রতিনিধিদের রাখার দাবি

নিজস্ব প্রতিবেদক

উপকূলীয় অঞ্চলে ইলিশসহ সামদ্রিক মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নির্দিষ্ট সময় মাছ ধরা থেকে বিরত রাখা জেলেদের মানবিক সহায়তা প্রদানে গঠিত টাক্সফোর্স কমিটিতে জাতীয় মৎস্যজীবী সমিতির প্রতিনিধি রাখার দাবি জানানো হয়েছে। গতকাল রাজধানীর শান্তিনগরে জাতীয় মৎস্যজীবী সমিতির নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে ইসলাম আলী এ কথা বলেন। তিনি আরও বলেন, মৎস্যজীবী সমিতির প্রতিনিধিদের কমিটিতে সম্পৃক্ত করা না গেলে মৎস্য খাতে দুর্নীতি, অনিয়ম বাড়তে থাকবে। সভায় ‘জাল যার জলা তার’ নীতি বাস্তবায়নে বর্তমান সরকারের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করা হয়। সমিতির মহাসচিব রফিকুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন গোপাল রাজবংশী, শ্রীমন্ত রাম দাস, আমির হামজা, সুরুজ্জামান, সোলাইমান হোসেন, ইকবাল হোসেন, গুরুদাস হালদার।

সর্বশেষ খবর