করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ধাক্কা শেষ হলে দক্ষিণাঞ্চলের মানুষ পদ্মা সেতু ও পায়রা বন্দরের সুফল ভোগ করতে পারবে বলে মন্তব্য করেছেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। শুক্রবার সন্ধ্যায় ঝালকাঠি পৌরসভার তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, পদ্মা সেতু ও পায়রা বন্দরের কারণে দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন হয়েছে। এখানে বিনিয়োগ বাড়বে। কলকারখানা হবে। এতে অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে। জমির মূল্য আগের চেয়ে অনেক বৃদ্ধি পাবে।
শহরের কৃষ্ণকাঠি পেট্রলপাম্প মোড়ে তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় উদ্বোধন শেষে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসএম আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।