বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

সংস্কৃতির স্বতঃস্ফূর্ত আদান প্রদান ঘটবে : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতু নির্মাণের ফলে এপার-ওপারের মানুষের মধ্যে সংস্কৃতির স্বতঃস্ফূর্ত আদান-প্রদান ঘটবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। গতকাল রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাতীয় জাদুঘর আয়োজিত ‘পূর্বাপরে পদ্মা সেতু : সাংস্কৃতিক পরিপ্রেক্ষিত’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। একই সঙ্গে দুই পারের মানুষের মধ্যে আত্মীয়তার বন্ধন ও যোগাযোগ বাড়বে বলেও উল্লেখ করেন তিনি। জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক ও গবেষক খান মাহবুব। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাদুঘরের জনশিক্ষা বিভাগের কিপার ড. শিহাব শাহরিয়ার।

সর্বশেষ খবর