রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মানুষ আর আওয়ামী লীগ বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না : চুন্নু

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুু বলেছেন, দেশের মানুষ আর আওয়ামী লীগ বা বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। মানুষ মনে করে, হুসেইন মুহম্মদ এরশাদের রাষ্ট্র পরিচালনায় মানুষ বেশি গণতন্ত্র ভোগ করেছে। গতকাল বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে মিলনায়তনে দলের সম্পাদকম-লী, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এক যৌথ সভায় তিনি এ কথা বলেন। চুন্নু বলেন, সাধারণ মানুষ মনে করে, আওয়ামী লীগ বা বিএনপি নয়, জাতীয় পার্টিই দেশে গণতন্ত্রের প্রকৃত স্বাদ ফিরিয়ে দিতে পারবে। তাই, আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এ কারণে, দলকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রকাশ্যে শীর্ষ নেতৃত্বে বিরোধ থাকলেও দলে কোনো বিভেদ নেই। জিএম কাদেরের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ আছে।

তিনি বলেন, গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টি পরিচালিত হচ্ছে, বাইরের কারও কথায় বিভ্রান্ত হবেন না। যারা পার্টির কেউ নয়, তাদের কথায় বিভ্রান্ত হবার যুক্তি নেই। কাউন্সিলের মাধ্যমে জিএম কাদের দলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাই, কাউকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণার বাস্তবতা নেই।

সভায় আরও বক্তব্য দেন- নাজমা আখতার, নির্মল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল, মাখন সরকার, আহাদ ইউ চৌধুরী শাহীন, মো. বেলাল হোসেন, এসএম আল জুবায়ের, আলাউদ্দিন আহমেদ, জাকির হোসেন মৃধা, একেএম আশরাফুজ্জামান খান।

সর্বশেষ খবর