বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

জবি শিক্ষক সমিতির সভাপতি আইনুল সম্পাদক লুৎফর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জবিশিস) ২০২৩ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান নির্বাচিত হয়েছেন। 

গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আবদুল আলিম এ ফল ঘোষণা করেন। নির্বাচনে সহসভাপতি হয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সরোয়ার আলম, কোষাধ্যক্ষ ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিরাজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এম এম গোলাম আদম। কার্যনির্বাহী সদস্য হয়েছেন শিক্ষক সমিতির বর্তমান সভাপতি সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হোসেন, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম, ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা আক্তার, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত জাহান পান্না, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক দীপিকা মজুমদার, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আমিন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল মালেক। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৭৫ জন। এর মধ্যে ভোট দেন ৫০৫ জন।

সর্বশেষ খবর