নতুন নাট্যদল সাধনা আর্টস অ্যান্ড থিয়েটার শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করল নাটক ‘প্রার্থিনী’। গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। সাধনা আহমেদ রচিত এ নাটকটির নির্দেশনায় ছিলেন আইরিন পারভীন লোপা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোনিয়া হাসান ও আহমেদ।
ফেলোশিপ : বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৫তম বার্ষিক সভা গতকাল অনুষ্ঠিত হয় একাডেমি প্রাঙ্গণে। সভায় মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা ২০২১-২২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। একাডেমির সচিব এ এইচ এম লোকমান ২০২২-২৩ অর্থবছরের বাজেট অবহিত করেন।
সভায় দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাত বিশিষ্ট ব্যক্তিকে ‘বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ-২০২২’ ও বাংলা একাডেমি পরিচালিত ‘কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার (দ্বিবার্ষিক পুরস্কার)-২০২২’, ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-২০২২’, ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার-২০২২’, ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০২২’ প্রদান করা হয়।
‘বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ-২০২২’প্রাপ্তরা হলেন- অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক (শিক্ষা), অধ্যাপক ড. মোহাম্মদ আলী রেজা খান (বিজ্ঞান), অধ্যাপক ডা. মো. জাকির হোসেন (চিকিৎসা), নাসির আলী মামুন (আলোকচিত্র শিল্প), হামিদুজ্জামান খান (ভাস্কর্য/চিত্রকলা), জয়ন্ত চট্টোপাধ্যায় (সংস্কৃতি), ডা. সেলিনা হায়াৎ আইভী (সমাজসেবা)।
ছড়াকার সিরাজুল ফরিদ ‘কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার-২০২২’, গবেষক ড. রাজিয়া সুলতানা ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-২০২২’, নাট্যজন মামুনুর রশীদ ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার-২০২২’ ও গবেষক ড. ইসরাইল খান ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০২২’-এ ভূষিত হয়েছেন।
পুরস্কার ও ফেলোশিপপ্রাপ্ত গুণীজনদের হাতে পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন অনুষ্ঠানের সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
কালারসের দলীয় প্রদর্শনী : ‘কালারস’-এর আয়োজনে রাজধানীর লালমাটিয়ার শিল্পাঙ্গনে শুরু হলো একঝাঁক শিল্পীর দলীয় প্রদর্শনী। গতকাল সন্ধ্যায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী ও নাট্যব্যক্তিত্ব আফজাল হোসেন।