শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

শিল্পকলায় প্রার্থিনী

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় প্রার্থিনী

নতুন নাট্যদল সাধনা আর্টস অ্যান্ড থিয়েটার শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করল নাটক ‘প্রার্থিনী’। গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। সাধনা আহমেদ রচিত এ নাটকটির নির্দেশনায় ছিলেন আইরিন পারভীন লোপা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোনিয়া হাসান ও আহমেদ।

ফেলোশিপ : বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৫তম বার্ষিক সভা গতকাল অনুষ্ঠিত হয় একাডেমি প্রাঙ্গণে। সভায় মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা ২০২১-২২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। একাডেমির সচিব এ এইচ এম লোকমান ২০২২-২৩ অর্থবছরের বাজেট অবহিত করেন।

সভায় দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাত বিশিষ্ট ব্যক্তিকে ‘বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ-২০২২’ ও বাংলা একাডেমি পরিচালিত ‘কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার (দ্বিবার্ষিক পুরস্কার)-২০২২’, ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-২০২২’, ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার-২০২২’, ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০২২’ প্রদান করা হয়।

‘বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ-২০২২’প্রাপ্তরা হলেন- অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক (শিক্ষা), অধ্যাপক ড. মোহাম্মদ আলী রেজা খান (বিজ্ঞান), অধ্যাপক ডা. মো. জাকির হোসেন (চিকিৎসা), নাসির আলী মামুন (আলোকচিত্র শিল্প), হামিদুজ্জামান খান (ভাস্কর্য/চিত্রকলা), জয়ন্ত চট্টোপাধ্যায় (সংস্কৃতি), ডা. সেলিনা হায়াৎ আইভী (সমাজসেবা)।

ছড়াকার সিরাজুল ফরিদ ‘কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার-২০২২’, গবেষক ড. রাজিয়া সুলতানা ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-২০২২’, নাট্যজন মামুনুর রশীদ ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার-২০২২’ ও গবেষক ড. ইসরাইল খান ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০২২’-এ ভূষিত হয়েছেন।

পুরস্কার ও ফেলোশিপপ্রাপ্ত গুণীজনদের হাতে পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন অনুষ্ঠানের সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

কালারসের দলীয় প্রদর্শনী : ‘কালারস’-এর আয়োজনে রাজধানীর লালমাটিয়ার শিল্পাঙ্গনে শুরু হলো একঝাঁক শিল্পীর দলীয় প্রদর্শনী। গতকাল সন্ধ্যায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী ও নাট্যব্যক্তিত্ব আফজাল হোসেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর