সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংসদীয় কমিটি

সভাপতির পদ হারালেন খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ থেকেও বাদ পড়েছেন সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এর আগে তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য থেকেও বাদ পড়েন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশতম জাতীয় সংসদের ১২তম অধিবেশনে গতকালের বৈঠকে ‘পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’ পুনর্গঠন করা হলে তিনি বাদ পড়েন। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী কমিটি পুনর্গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে পাস হয়। কমিটির নতুন সভাপতি করা হয়েছে আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে। কমিটির সদস্য করা হয়েছে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে। এ ছাড়া গতকাল ‘কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’ পুনর্গঠন করা হয়। কমিটির সাবেক সভাপতি মতিয়া চৌধুরী সংসদ উপনেতা নির্বাচিত হওয়ায় এ কমিটির নতুন সভাপতি করা হয় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে। উল্লেখ্য, গত বছরের ১৩ মার্চের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কোনো বৈঠক হয়নি। ২০০৮ সালের নির্বাচনে ফরিদপুর-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে আওয়ামী লীগের প্রথম মেয়াদে ‘প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী’র দায়িত্ব দেওয়া হয়। দ্বিতীয় মেয়াদেও দুই বছর পর তিনি স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব পান। কিন্তু তৃতীয় মেয়াদে খন্দকার মোশাররফ হোসেন মন্ত্রিসভায় কোনো পদ পাননি।

সর্বশেষ খবর