গাজীপুরের কালিয়াকৈর ও নওগাঁ থেকে ৫ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার এড়াতে একটি চক্র নারীদের ব্যবহার করত পাচারের কাজে। গ্রেফতার তিনজন হলেন- শাকিবুর রহমান (৩৫), তার স্ত্রী সেলিনা খাতুন (৩৭) এবং তাদের সহযোগী রাজিয়া খাতুন (৩৩)। র্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা এবং র্যাব-১২ এর একটি দল বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করে। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, চক্রের হোতা শাকিব এবং রাজিয়া খাতুনকে গ্রেফতার করা হয় গাজীপুরের কালিয়াকৈর থেকে। আর সেলিনা খাতুনকে নওগাঁ থেকে গ্রেফতার করা হয়। চক্রটি পার্শ¦বর্তী দেশ থেকে রাজশাহীর গোদাগাড়ীর সীমান্তবর্তী এলাকা দিয়ে নদীপথে প্রতি মাসে ৪ থেকে ৫ কেজি করে হেরোইন নিয়ে আসছিল। মাদক বহনের কৌশল হিসেবে তারা নারী সদস্যদের ব্যবহার করত। তাদের মাদক ব্যবসার চক্রে ১০ থেকে ১২ জন নারী সদস্য রয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রটি একেকজন বাহকের মাধ্যমে বগুড়া, সিরাজগঞ্জ, গাজীপুর, জামালপুর, নারায়ণগঞ্জ এবং সাভারসহ দেশের বিভিন্ন জেলায় ৫০০ থেকে ৬০০ গ্রাম করে হেরোইন পাঠাত এবং পরিবহনের জন্য তাদের ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ দিত। মাদকের পরিমাণ বেশি হলে শাকিব নিজের মোটরসাইকেলে করে তা সরবরাহ করত। গ্রেফতারের সময়ও তার কাছে তিন কেজির বেশি হেরোইন ছিল। সে নিজেই নওগাঁ থেকে মোটরসাইকেলে করে হেরোইনের ওই চালান নিয়ে আসে। পরে তার নওগাঁর বাসায় আরও দুই কেজি হেরোইন থাকার তথ্য দেয়। তখন সেখানে অভিযান চালিয়ে তার স্ত্রী সেলিনা খাতুনের কাছ থেকে দুই কেজি হেরোইন জব্দ করা হয়। শাকিব এখন মাদকের কারবার করলেও একসময় চুরির সঙ্গে জড়িত ছিলেন। এলাকায় তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। প্রায় দুই বছর ধরে সে মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত। হেরোইন বিক্রির টাকা সে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সংগ্রহ করেন। র্যাব বলছে, রাজিয়া প্রায় এক বছর এই মাদকের কারবারে জড়িত। তিনি রাজশাহী, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় হেরোইন সরবরাহ করেছেন। বেশ কয়েকবার শাকিবের সঙ্গেও তার মোটরসাইকেলে বিভিন্ন স্থানে হোরোইন সরবরাহ করেছেন।
শিরোনাম
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
- পাকিস্তান ক্রিকেটে অনিশ্চয়তা, পিএসএলের পর বন্ধ ঘরোয়া ক্রিকেটও
- গরমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম
- গরমে প্রতিদিন তিল খেলে মিলবে যে উপকার
- কলাপাড়ায় খাল দখলমুক্ত করতে মাঠে নামলো প্রশাসন
- স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার