গাজীপুরের কালিয়াকৈর ও নওগাঁ থেকে ৫ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার এড়াতে একটি চক্র নারীদের ব্যবহার করত পাচারের কাজে। গ্রেফতার তিনজন হলেন- শাকিবুর রহমান (৩৫), তার স্ত্রী সেলিনা খাতুন (৩৭) এবং তাদের সহযোগী রাজিয়া খাতুন (৩৩)। র্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা এবং র্যাব-১২ এর একটি দল বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করে। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, চক্রের হোতা শাকিব এবং রাজিয়া খাতুনকে গ্রেফতার করা হয় গাজীপুরের কালিয়াকৈর থেকে। আর সেলিনা খাতুনকে নওগাঁ থেকে গ্রেফতার করা হয়। চক্রটি পার্শ¦বর্তী দেশ থেকে রাজশাহীর গোদাগাড়ীর সীমান্তবর্তী এলাকা দিয়ে নদীপথে প্রতি মাসে ৪ থেকে ৫ কেজি করে হেরোইন নিয়ে আসছিল। মাদক বহনের কৌশল হিসেবে তারা নারী সদস্যদের ব্যবহার করত। তাদের মাদক ব্যবসার চক্রে ১০ থেকে ১২ জন নারী সদস্য রয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রটি একেকজন বাহকের মাধ্যমে বগুড়া, সিরাজগঞ্জ, গাজীপুর, জামালপুর, নারায়ণগঞ্জ এবং সাভারসহ দেশের বিভিন্ন জেলায় ৫০০ থেকে ৬০০ গ্রাম করে হেরোইন পাঠাত এবং পরিবহনের জন্য তাদের ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ দিত। মাদকের পরিমাণ বেশি হলে শাকিব নিজের মোটরসাইকেলে করে তা সরবরাহ করত। গ্রেফতারের সময়ও তার কাছে তিন কেজির বেশি হেরোইন ছিল। সে নিজেই নওগাঁ থেকে মোটরসাইকেলে করে হেরোইনের ওই চালান নিয়ে আসে। পরে তার নওগাঁর বাসায় আরও দুই কেজি হেরোইন থাকার তথ্য দেয়। তখন সেখানে অভিযান চালিয়ে তার স্ত্রী সেলিনা খাতুনের কাছ থেকে দুই কেজি হেরোইন জব্দ করা হয়। শাকিব এখন মাদকের কারবার করলেও একসময় চুরির সঙ্গে জড়িত ছিলেন। এলাকায় তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। প্রায় দুই বছর ধরে সে মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত। হেরোইন বিক্রির টাকা সে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সংগ্রহ করেন। র্যাব বলছে, রাজিয়া প্রায় এক বছর এই মাদকের কারবারে জড়িত। তিনি রাজশাহী, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় হেরোইন সরবরাহ করেছেন। বেশ কয়েকবার শাকিবের সঙ্গেও তার মোটরসাইকেলে বিভিন্ন স্থানে হোরোইন সরবরাহ করেছেন।
শিরোনাম
- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি শুরু
- ইসলামিক সলিডারিটি গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ জয় বাংলাদেশের
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৯ নভেম্বর)
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি