কিশোরগঞ্জ জেলা বারের সভাপতি, স্বাধীনতা-পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত ছাত্রনেতা অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌস গতকাল সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ক্যান্সারে ভুগছিলেন। ঢাকা বিশ্ববিদালয় থেকে অর্থনীতিতে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রিধারী মিয়া মোহাম্মদ ফেরদৌস স্বাধীনতা-পরবর্তী জাসদ সমর্থিত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন।
পরবর্তীতে তিনি কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলা বারের দুইবারের সাধারণ সম্পাদক ও ছয়বারের সভাপতি ছিলেন। আজ শুক্রবার বাদ জুমা কিশোরগঞ্জ শহীদী মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা ও বিকালে কটিয়াদী উপজেলার চান্দপুর মিয়াচান শাহ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন করা হবে। তিনি স্ত্রী, দুই ছেলে ও মেয়ে রেখে গেছেন।