মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শেয়ারবাজারে বেড়েছে সূচক-লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম দিন বড় দরপতনের পর বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে প্রতিবাদ করা হয়। বিনিয়োগকারীরা বাজারে গতি ফেরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১২ দফার একটি স্মারকলিপি দেন। স্মারকলিপি দেওয়ার পরের দিন গতকাল শেয়ারবাজারে বেড়েছে সূচক ও লেনদেন।

দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৬টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৮টির। আর ১৫৬টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছ বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ২৬১ কোটি ৭৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৩১ কোটি ৪১ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৩০ কোটি ৩২ লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। কোম্পানিটির ২৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের ১৬ কোটি ২৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ১৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সিপার্ল বিচ রিসোর্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২২ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৯ কোটি ২৫ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২৯টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪০টির এবং ৭০টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর