শিরোনাম
রবিবার, ৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক সেল খোলার দাবি জানিয়েছে রক্তধারা ’৭১

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক একটি সেল খোলার দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধে শহীদদের উত্তরসূরিদের সংগঠন রক্তধারা ’৭১। তারা বলেছেন, মহান মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে শহীদ ও তাদের পরিবারের প্রতি প্রধানমন্ত্রী যতটা সহানুভূতিশীল ঠিক ততটাই অবহেলা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মরত দায়িত্বশীল কয়েকজন কর্মকর্তা। সেবা নিতে যাওয়া ব্যক্তিরা অনেক সময় তাদের কাছে প্রাপ্য সম্মানটুকুও পান না।

শুক্রবার রাজধানীর মিরপুর জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠে অনুষ্ঠিত এক সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নাদীম কাদির, সহসভাপতি রফিকুল আলম মুকুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান তালুকদার, সহসাধারণ সম্পাদক ফরিদুজ্জামান ফরিদ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন নিশি, প্রকাশনা ও গবেষণা সম্পাদক আনিস রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য আবদুল হামিদ, তাপস সরকারসহ কেন্দ্রীয় নেতা ও স্থানীয় শহীদ পরিবারের সদস্যরা। পরে শামসুল আলমকে (পিতা শহীদ আবদুল হাকিম) আহ্বায়ক ও আমিনুল ইসলামকে (পিতা শহীদ আবদূর রহমান সিকদার) সদস্য সচিব করে সাত সদস্যবিশিষ্ট রক্তধারা ’৭১ মিরপুর জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠ শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন আবদুল গফুর, শাহিনাদ্দোজা শেলী, আসাদুল ইসলাম, ফেরদৌসজামান সৈকত ও আবদুল হাই মোক্তার।

সর্বশেষ খবর