রবিবার, ৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভক্তি জাতির জন্য লজ্জার : বাবলা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, স্বাধীনতা অর্জনের ৫১ বছর পরও মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বপ্ন বাস্তবায়নে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিধাবিভক্তি জাতির জন্য লজ্জাজনক। গতকাল রাজধানীর জুরাইনে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি আয়োজিত স্বাধীনতা র‌্যালিপূর্বক এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাবলা বলেন, ১৯৮২ সালে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রক্ষমতায় এসে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের কাজ ধাপে ধাপে এগিয়ে নিয়ে যান। এতে আরও বক্তব্য রাখেন সুজন দে, শেখ মাসুক রহমান, কাওসার আহমেদ, ইব্রাহিম মোল্লা, শামসুজ্জামান কাজল, মনিরুজ্জামান, বাবুল হোসেন মিন্টু তানভীর হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর