শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

চমেকের সাত শিক্ষার্থীকে বহিষ্কার, ১১ সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ৫৯ ও ৬২তম ব্যাচের সাতজন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। সংঘর্ষের ঘটনার পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে শাস্তিমূলক এ ব্যবস্থা করা হয়। একই সঙ্গে তদন্ত কমিটি ১১টি সুপারিশ প্রদান করে।

তদন্ত কমিটি গতকাল প্রতিবেদন জমা দেন চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তারের কাছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, এমবিবিএস ৫৯তম ব্যাচের শিক্ষার্থী অভিজিৎ দাশ ও রিয়াজুল ইসলাম জয় এবং এমবিবিএস ৬২তম ব্যাচের শিক্ষার্থী সাজু দাশ, সৌরভ দেব নাথ, মাহিন আহমেদ, জাকির হোসেন সায়েল, মো. ইব্রাহিম খলিল সাকিব। এর মধ্যে অভিজিৎ দাশকে ৩ বছর, রিয়াজুল ইসলাম জয়, সাজু দাশ ও সৌরভ দেব নাথকে ২ বছর এবং মাহিন আহমেদ, জাকির হোসেন সায়েল ও মো. ইব্রাহিম খলিল সাকিবকে দেড় বছরের জন্য বহিষ্কার করা হয়।  

তদন্ত কমিটির প্রধান ও চমেকের উপাধ্যক্ষ ডা. হাফিজুল ইসলাম বলেন, প্রতিবেদনে সাত শিক্ষার্থীকে একাডেমিক সব কার্যক্রম থেকে বহিষ্কার এবং ক্যাম্পাস ও হলের পরিবেশ রক্ষায় ১১টি সুপারিশ করা হয়েছে।

সর্বশেষ খবর