মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

৩ কোটি টাকার সম্পদ ফার্মাসিস্টের

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালের বরখাস্ত ফার্মাসিস্ট সুধাংশু শেখর বাড়ই ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

খুলনা দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ গতকাল বাদী হয়ে মামলাটি করেন। এতে সুধাংশু শেখর বাড়ই ও তার স্ত্রী তুলসী রানী বাড়ইয়ের বিরুদ্ধে এক কোটি ৫২ লাখ টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের    অভিযোগ আনা হয়েছে। এর এজাহারে বলা হয়, সুধাংশু শেখর বাড়ই তার জমা দেওয়া সম্পদ বিবরণীতে ৭০ লাখ ২২ হাজার টাকার সম্পদ দেখিয়েছেন। কিন্তু সম্পদ বিবরণী যাচাইকালে তার নামে স্থাবর ও অস্থাবরসহ সর্বমোট এক কোটি ৯৯ লাখ টাকার সম্পদ পাওয়া যায়। তিনি ১ কোটি ২৯ লাখ টাকার অবৈধ সম্পদ গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করেন। জানা যায়, সুধাংশু শেখর বাড়ই তার অবৈধ আয়ের মাধ্যমে অর্জিত সম্পদ দিয়ে বয়রায় একটি তিন তলা ভবন এবং স্ত্রী তুলসী রানী বাড়ইয়ের নামে একটি চার তলা ভবন তৈরি করেছেন।

সর্বশেষ খবর