সোমবার, ২৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় আরেকজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় মো. হাসান (৩২) নামে দগ্ধ আরেক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২৬-এ। গতকাল সকাল ৯টা ৩০ মিনিটে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন হাসান। তার শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ছাড়াও বিভিন্ন ইনজুুরি ছিল। জানা গেছে, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের আবু আহমেদ সিদ্দিকীর ছেলে হাসান। তিনি সিদ্দিকবাজার ফুটপাতে স্কুল ব্যাগের ব্যবসা করতেন এবং সেখানেই থাকতেন। তার পরিবার গ্রামের বাড়িতে থাকত। নিহত হাসানের স্ত্রীর নাম শাহীন আক্তার। ওই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে মেহরাজ (৭) ও মিরাজ (৬) এবং মেয়ে ফাতেমা (২)। মেহরাজ ও মিরাজ মাদরাসা শিক্ষার্থী বলে জানান হাসানের শ্যালক জামাল হোসেন। প্রসঙ্গত, গত ৭ মার্চ বিকালে পুরান ঢাকার সিদ্দিকবাজারে ক্যাফে কুইন স্যানিটারি নামে সাততলা ভবনের নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণ হয়ে হতাহতের ঘটনাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

সর্বশেষ খবর