সোমবার, ২৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

রমজানে জিনিসপত্রের দাম নাগালের মধ্যে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজানে জিনিসপত্রের দাম বাড়েনি, জনগণের নাগালের মধ্যে রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তিনি বলেন, বাজারে জিনিসপত্রের দাম বাড়েনি, বর্তমানে বেগুন ৫০/৬০ টাকা কেজি, পিঁয়াজ ৪০ টাকা, ছোলা বাজারে আগের থেকে দাম অনেক কম রয়েছে। এ ছাড়াও গতবারের থেকেও এবার সব পণ্যের সাপ্লাই অনেক বেশি। কোনো পণ্য সংকট হওয়ার আশঙ্কা নেই বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রাফিক-ইন-ট্রানজিট চুক্তি হয়েছে। ভারত হয়ে উভয় দেশের মধ্যে সরাসরি আমদানি-রপ্তানি পণ্য পরিবহন করতে এ চুক্তি হয়েছে। এতে দুই দেশের ব্যবসা-বাণিজ্য আরও বিস্তার ঘটবে।  গতকাল লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটানে পাঁচ দিনের সরকারি সফর শেষে বাংলাদেশে প্রবেশের সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন।

সর্বশেষ খবর