বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ ০০:০০ টা

দুর্নীতিবাজদের কঠোরভাবে দমন করুন

ইসলামী গণতান্ত্রিক পার্টি

নিজস্ব প্রতিবেদক

ইসলামী গণতন্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপ্রাণ চেষ্টায় উন্নয়নশীল দেশের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশ। কিন্তু একশ্রেণির অসাধু ব্যবসায়ীর কারণে এমন কোনো দ্রব্য নেই, যার দাম বৃদ্ধি পায়নি। এদের জন্য গণতন্ত্র আর উন্নয়নের উজ্জলতা ম্লান হয়ে পড়ছে। এতে স্বাধীনতা যুদ্ধে আত্মাহুতি দানকারী শহীদদের আত্মা কষ্ট পাচ্ছে। দুর্নীতিবাজদের জন্য দেশপ্রেমিক জনতা রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন করেনি। কঠোরভাবে দুর্নীতিবাজদের দমন করতে হবে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল রাজধানীর কলাবাগানে আয়োজিত সভায় এ কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। এম এ আউয়াল নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, গণতন্ত্রের মূল শর্ত নির্বাচন। যথাসময় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সাংবিধানিক ধারা মেনেই হবে সেই নির্বাচন। ইসলামী গণতান্ত্রিক পার্টি সেই নির্বাচনে অংশ নেবে। তাই এখন থেকেই সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ আসনে গণসংযোগ শুরু করতে হবে। এ জন্য সতর্কতার সঙ্গে দলীয় কার্যক্রম পরিচালনা করতে হবে। এ সময় সংগঠনের মহাসচিব নুরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ খবর