বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

২০ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক

আগামী ২০ এপ্রিল ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর আগে গত সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের ২০ এপ্রিল ছুটির সিদ্ধান্তের কথা জানান।

তথ্য মতে, ১৯ এপ্রিল বুধবার পবিত্র শবেকদরের ছুটি নির্ধারিত রয়েছে। শবেকদর আর ঈদের ছুটির মাঝে একমাত্র কর্মদিবস ২০ এপ্রিল ছুটি ঘোষণা করায় ঈদের ছুটি হলো পাঁচ দিন। আর ৩০ রোজা হলে ছুটি গড়াবে ছয় দিনে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ঈদ-পরবর্তী সময়ে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি হবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। রবিবার থেকে বৃহস্পতিবার অফিস খোলা থাকবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। জরুরি পরিষেবা নতুন অফিস সময়সূচির আওতাবহির্ভূত থাকবে। এ ছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ব্যাংক, বীমা ও অন্য আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময়সূচি স্ব স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে।

সর্বশেষ খবর