বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দ্বারিয়াপুরের পীর প্রয়াত অধ্যাপক আবুল হাসান মুহম্মদ আবদুল কাইয়ূমের (রহ.) স্ত্রী মোছা. মাহমুদা বেগম মায়া (৬৯) আর নেই। গতকাল দুপুরে ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর জানাজা শেষে মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুরে তার স্বামী অধ্যাপক হাসান আবদুল কাইয়ূমের কবরের পাশে দাফন করা হবে।