জামালপুর সদর উপজেলার গোপালপুর বাজার এলাকায় গাছের ডাল কাটা নিয়ে সংঘর্ষের ঘটনায় রোকন (২৮) নামে এক যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রোকনের বাবা আবদুর রহমান। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ময়মনসিংহ ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় বাড়ির সীমানায় লাগানো গাছের ডালকাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মূল অভিযুক্ত লোকমান হোসেন ও তার ছেলে শিপন, ছাহেরা বেগম (৪৫) ও লাইলী বেগম (৪০) নামে দুই নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রোকনের পিতা আবদুর রহমানের সঙ্গে প্রতিবেশী লোকমান হোসেন ও তার ছেলে লিখন, শিপনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। সন্ধ্যায় বাড়ির সীমানায় লাগানো গাছের ডালকাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।