জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ইসলামনগর এলাকার জুতা ব্যবসায়ী ও দোকানের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে। তবে মারধরের ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্তরা। শুক্রবার সন্ধ্যার এ ঘটনায় গতকাল আশুলিয়া থানায় জিডি করেছেন ওই ব্যবসায়ী। অভিযুক্তরা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির হোসেন নাহিদ ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জয়। নাহিদ শহীদ রফিক-জব্বার হলের ৪৪ ব্যাচের শিক্ষার্থী এবং জয় একই ব্যাচের মওলানা ভাসানী হলের আবাসিক শিক্ষার্থী। ভুক্তভোগীরা হলেন- দোকানের মালিক রোমেন রাইহান, দোকানের ম্যানেজার মিরাজুল ইসলাম মিরাজ ও দোকানের মালিকের বড় ভাই নেওয়াজ রাসেল বাপ্পি। এদের মধ্যে রোমেন রাইহান বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৪২ ব্যাচের সাবেক শিক্ষার্থী। মারধরের ঘটনার সিসিটিভি ফুটেজ এই প্রতিবেদকের হাতে এসেছে। এতে দেখা গেছে, নাহিদ ও জয় ম্যানেজার মিরাজকে দোকান থেকে বের করে মারধর করেন। এ সময় বাপ্পিকেও মারধর করতে দেখা যায়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক সোহেল খন্দকার বলেন, একটি অভিযোগের কথা শুনেছি। তদন্তের জন্য আমাকে বলা হয়েছে। থানায় গেলে বুঝতে পারব ওটা অভিযোগ নাকি মামলা হয়েছে। ভুক্তভোগী রাইহান জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাহিদ ও জয় আমার দোকান থেকে এক জোড়া জুতা কিনেন। জুতা পোলিশ করতে একটু দেরি হওয়ায় এ নিয়ে তর্কের জেরে ম্যানেজারকে মারতে শুরু করেন। পরে আমার বড় ভাই (দোকানের ক্যাশিয়ার) বাধা দিলে তাকেও মারধর করেন। কিছুক্ষণ পর তারা ম্যানেজার ও আমার ভাইকে কলার ধরে দোকানের বাইরে নিয়ে আরেক দফা মারধর করেন। এ সময় আমি ঠেকাতে গেলে তারা আমাকেও মারধর করেন।’ দোকানের ভিতরে মারধরের পর বাইরে নিয়ে আরেক দফা মারধর করা হয় বলে জানান অপর দুই ভুক্তভোগী মিরাজ ও বাপ্পি।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
ব্যবসায়ীকে ছাত্রলীগ নেতার মারধর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর