জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ইসলামনগর এলাকার জুতা ব্যবসায়ী ও দোকানের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে। তবে মারধরের ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্তরা। শুক্রবার সন্ধ্যার এ ঘটনায় গতকাল আশুলিয়া থানায় জিডি করেছেন ওই ব্যবসায়ী। অভিযুক্তরা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির হোসেন নাহিদ ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জয়। নাহিদ শহীদ রফিক-জব্বার হলের ৪৪ ব্যাচের শিক্ষার্থী এবং জয় একই ব্যাচের মওলানা ভাসানী হলের আবাসিক শিক্ষার্থী। ভুক্তভোগীরা হলেন- দোকানের মালিক রোমেন রাইহান, দোকানের ম্যানেজার মিরাজুল ইসলাম মিরাজ ও দোকানের মালিকের বড় ভাই নেওয়াজ রাসেল বাপ্পি। এদের মধ্যে রোমেন রাইহান বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৪২ ব্যাচের সাবেক শিক্ষার্থী। মারধরের ঘটনার সিসিটিভি ফুটেজ এই প্রতিবেদকের হাতে এসেছে। এতে দেখা গেছে, নাহিদ ও জয় ম্যানেজার মিরাজকে দোকান থেকে বের করে মারধর করেন। এ সময় বাপ্পিকেও মারধর করতে দেখা যায়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক সোহেল খন্দকার বলেন, একটি অভিযোগের কথা শুনেছি। তদন্তের জন্য আমাকে বলা হয়েছে। থানায় গেলে বুঝতে পারব ওটা অভিযোগ নাকি মামলা হয়েছে। ভুক্তভোগী রাইহান জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাহিদ ও জয় আমার দোকান থেকে এক জোড়া জুতা কিনেন। জুতা পোলিশ করতে একটু দেরি হওয়ায় এ নিয়ে তর্কের জেরে ম্যানেজারকে মারতে শুরু করেন। পরে আমার বড় ভাই (দোকানের ক্যাশিয়ার) বাধা দিলে তাকেও মারধর করেন। কিছুক্ষণ পর তারা ম্যানেজার ও আমার ভাইকে কলার ধরে দোকানের বাইরে নিয়ে আরেক দফা মারধর করেন। এ সময় আমি ঠেকাতে গেলে তারা আমাকেও মারধর করেন।’ দোকানের ভিতরে মারধরের পর বাইরে নিয়ে আরেক দফা মারধর করা হয় বলে জানান অপর দুই ভুক্তভোগী মিরাজ ও বাপ্পি।
শিরোনাম
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!
- চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান
- পশ্চিমতীরের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল
- হাসিনার প্লট দুর্নীতির এক মামলার শুনানি আজ
- জলবায়ু সঙ্কট মোকাবিলায় পদক্ষেপের দাবিতে ব্রাজিলে বিশাল মিছিল
- হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান
- আরও এক বিচারপতির পদত্যাগ, বিচারবিভাগীয় ‘সঙ্কটের’ পথে পাকিস্তান!
- প্রবাসীরা প্রথমবারের মতো যে পদ্ধতিতে ভোট দেবেন
- সোভিয়েত যুগের মতো রাশিয়া আবারও বিশ্বে প্রভাববলয় গড়ে তুলছে
- সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- অনিশ্চয়তার ছায়ায় টালমাটাল অর্থনীতি
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা