জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ইসলামনগর এলাকার জুতা ব্যবসায়ী ও দোকানের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে। তবে মারধরের ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্তরা। শুক্রবার সন্ধ্যার এ ঘটনায় গতকাল আশুলিয়া থানায় জিডি করেছেন ওই ব্যবসায়ী। অভিযুক্তরা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির হোসেন নাহিদ ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জয়। নাহিদ শহীদ রফিক-জব্বার হলের ৪৪ ব্যাচের শিক্ষার্থী এবং জয় একই ব্যাচের মওলানা ভাসানী হলের আবাসিক শিক্ষার্থী। ভুক্তভোগীরা হলেন- দোকানের মালিক রোমেন রাইহান, দোকানের ম্যানেজার মিরাজুল ইসলাম মিরাজ ও দোকানের মালিকের বড় ভাই নেওয়াজ রাসেল বাপ্পি। এদের মধ্যে রোমেন রাইহান বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৪২ ব্যাচের সাবেক শিক্ষার্থী। মারধরের ঘটনার সিসিটিভি ফুটেজ এই প্রতিবেদকের হাতে এসেছে। এতে দেখা গেছে, নাহিদ ও জয় ম্যানেজার মিরাজকে দোকান থেকে বের করে মারধর করেন। এ সময় বাপ্পিকেও মারধর করতে দেখা যায়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক সোহেল খন্দকার বলেন, একটি অভিযোগের কথা শুনেছি। তদন্তের জন্য আমাকে বলা হয়েছে। থানায় গেলে বুঝতে পারব ওটা অভিযোগ নাকি মামলা হয়েছে। ভুক্তভোগী রাইহান জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাহিদ ও জয় আমার দোকান থেকে এক জোড়া জুতা কিনেন। জুতা পোলিশ করতে একটু দেরি হওয়ায় এ নিয়ে তর্কের জেরে ম্যানেজারকে মারতে শুরু করেন। পরে আমার বড় ভাই (দোকানের ক্যাশিয়ার) বাধা দিলে তাকেও মারধর করেন। কিছুক্ষণ পর তারা ম্যানেজার ও আমার ভাইকে কলার ধরে দোকানের বাইরে নিয়ে আরেক দফা মারধর করেন। এ সময় আমি ঠেকাতে গেলে তারা আমাকেও মারধর করেন।’ দোকানের ভিতরে মারধরের পর বাইরে নিয়ে আরেক দফা মারধর করা হয় বলে জানান অপর দুই ভুক্তভোগী মিরাজ ও বাপ্পি।
শিরোনাম
- বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার