সোমবার, ২২ মে, ২০২৩ ০০:০০ টা

‘আমৃত্যু দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন জাগপার শফিউল আলম প্রধান’

নিজস্ব প্রতিবেদক

জাগপা প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা বলেছেন, ‘শফিউল আলম প্রধান আমৃত্যু দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সত্যিকার অর্থে তিনি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ চেয়েছেন।’ তারা বলেন, ‘দেশের রাজনীতি আজ গভীর সংকটে নিমজ্জিত। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের যুগপৎ আন্দোলনে নামতে হবে।’ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাগপা এ স্মরণসভার আয়োজন করে। জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান (জাফর) মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীরপ্রতীক), জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা, এনডিপি চেয়ারম্যান কারী আবু তাহের প্রমুখ।

সর্বশেষ খবর