রবিবার, ২৮ মে, ২০২৩ ০০:০০ টা

গ্রহণযোগ্য নির্বাচন সরকারের প্রধান চ্যালেঞ্জ

ইসলামী গণতান্ত্রিক পার্টি

নিজস্ব প্রতিবেদক

ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, আগামীতে সবার কাছে গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচন করাই বর্তমান সরকারের প্রধান  চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এই চ্যালেঞ্জের উত্তরণ ঘটাতে পারবেন। গতকাল রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। এম এ আউয়াল আরও বলেন, বর্তমান সরকারের আমলে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করছে। ইসলামের কল্যাণে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে মডেল মসজিদসহ নানা কার্যক্রম পরিচালিত করছে।

তিনি বলেন, ১৪-১৫টি দল নিয়ে সরকার সমর্থিত একটি রাজনৈতিক জোট গঠনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

সর্বশেষ খবর