আলোচিত ইউটিউবার আশরাফুল ইসলাম ওরফে হিরো আলমের জন্মদিনে তাকে অফিসে ডেকে কেক খাইয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। গতকাল দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি অফিসে আসেন হিরো আলম।
ডিবি কার্যালয়ে হিরো আলম বলেন, ‘আজ (রবিবার) সন্ধ্যায় আমার অফিসে জন্মদিনের অনুষ্ঠান করব। সেজন্য ভাইকে (হারুন অর রশীদ) দাওয়াত দিয়েছিলাম। ভাই বললেন, আমি তো যেতে পারব না, তুমি চলে আসো আমার অফিসে। তাই আমি এখানে চলে এলাম।’
ডিবি অফিসে হিরো আলমকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি কেক-মিষ্টি খাওয়ান ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। হিরো আলম বলেন, ভাই শুভেচ্ছা জানিয়েছেন, কেক, মিষ্টি খাইয়েছেন এবং লাঞ্চ করিয়েছেন। উপহার হিসেবে কিছু জামাকাপড়ও দিয়েছেন।
ফেসবুক ও ইউটিউবের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম তিনবার সংসদ নির্বাচন করেছেন। বিশেষ করে বগুড়ায় দুটি আসনে উপনির্বাচন করে আলোচনায় আসেন। ঢাকা-১৭ আসনে নির্বাচনে অংশ নিয়ে নতুন করে আলোচনায় আসেন হিরো আলম।