কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে গণগ্রেপ্তার, রিমান্ড, জেলজুলুম, নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। গতকাল এক বিবৃতিতে দলের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ দাবি জানান। বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, কারফিউ তুলে নিতে হবে। সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্যাম্পাস খুলে দিতে হবে। তারা বলেন, কারফিউ জারি করে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর সরকার যে ভয়াবহ হত্যাকাণ্ড চালিয়েছে ইন্টারনেট চালু হওয়ার পর সেসব দৃশ্য এখন ভেসে আসছে। দেশের জনগণের বিরুদ্ধে এ গণহত্যার জবাব সরকারকে দিতে হবে।
তারা বলেন, পুলিশি হেফাজতের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছাত্রছাত্রীদের আটক করে শারীরিক, মানসিক নির্যাতন করা হচ্ছে। এহেন জুলুম-নির্যাতনের ফল সরকারের জন্য শুভ হবে না।