রাজধানীর গুলিস্তানে পুলিশ সদর দফতর এবং দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুটি ভবনে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। গতকাল রাত পৌনে ৮টায় এসব হামলার ঘটনা ঘটে।
সদর দফতরের ভেতরে থাকা এক পুলিশ কর্মকর্তা জানান, পুলিশ সদর দফতরে আগুন দেওয়া হয়েছে। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জীবন বাঁচাতে দেয়াল টপকে পালাচ্ছেন। এ সময় তিনি সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেছেন।
তবে ওই মুহূর্তে পুলিশ দফতরে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল-মামুন উপস্থিত নেই বলে জানা গেছে।
সূত্র জানায়, পুলিশ সদর দফতরের নতুন ভবনের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে পুলিশ কর্মকর্তাদের উদ্ধার করে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আইন প্রয়োগকারীর সংস্থার এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, সেনাবাহিনীর কাছে ওই পুলিশ কর্মকর্তারা নিরাপত্তার জন্য আকুতি জানিয়েছিলেন। এরপরই তাদের ক্যান্টনমেন্টে নিয়ে আসা হয়।
তাদের জন্য পুরান বিমানবন্দরের একটি এয়ারক্র্যাফট প্রস্তুত রাখা আছে, এটিতে করে তাদের নিরাপদে কোথাও সরিয়ে নেওয়া হবে।