লুটপাট অগ্নিসংযোগ ও ভাঙচুর বন্ধ করার জন্য পাড়ায় মহল্লায় কমিটি গঠন করে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ূন কবীর। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র, শ্রমিক ও জনতার তীব্র আন্দোলনে গণতন্ত্রের নামে স্বৈরতান্ত্রিক জুলুমবাজ হাসিনা সরকারের পতনের মাধ্যমে জাতীয় জীবনে এক নতুন বিপ্লবের সূচনা হয়েছে।
বৈষম্যমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনের পথ পরিষ্কার হয়েছে। এখন বৈষম্যবিরোধী আন্দোলনের বিপ্লবী নেতাদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। তা না হলে সফল বিপ্লবের ফলাফল ভিন্ন খাতে প্রবাহিত হবে।
বৈষম্যমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে ইসলামের ছায়াতলে আসার আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মুহাম্মদ ইয়াছিন, মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, সোলায়মান কবীর, আমীর হোসাইন, আজমুল হক, আসাদুজ্জামান বুলবুল, মো. নুরুদ্দিন, আবু বকর সিদ্দিক, সাইফুল ইসলাম ও হাফিজুর রহমান প্রমুখ।