খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতৃবৃন্দ বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিস্ট-স্বৈরশাসন ব্যবস্থার অবসান ঘটেছে। দেশ ও জনগণের কল্যাণে আমাদের এই বিজয়কে সুসংহত করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রের সম্পদ ও জনগণের জানমালের নিরাপত্তা বিধান করতে হবে।
গতকাল পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী বৈঠকের সভাপতিত্ব করেন আমিরে মজলিস মাওলানা আবদুল বাছিত আজাদ। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল প্রমুখ।
বক্তারা বলেন, বিশেষ মহল এ বিজয়কে কলঙ্কিত করার জন্য অরাজকতা শুরু করেছে।
আমরা জনগণকে এর বিরুদ্ধে আরও সোচ্চার থাকার আহ্বান জানাচ্ছি। স্ব-স্ব এলাকায় পাহারাদারির ব্যবস্থা করতে হবে। আইনশৃঙ্খলার পরিস্থিতি পরিপূর্ণভাবে প্রশাসনের নিয়ন্ত্রণে আসা পর্যন্ত জনগণকে ঐক্যবদ্ধভাবে সব অরাজকতা ধৈর্যের সঙ্গে প্রতিরোধ করতে হবে। কখনো আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। খেলাফত মজলিসের কর্মীরা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।