বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে শওকত আজিজ রাসেলকে বিটিএমএর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে। এর আগে তিন মেয়াদে ৬ (ছয়) বছর বিটিএমএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং এক দশকেরও বেশি সময় বিটিএমএর পরিচালক হিসেবে দক্ষতা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি। গতকাল বিটিএমএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল দেশের একজন স্বনামধন্য ব্যবসায়ী। তিনি ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। একজন বিশিষ্ট ক্রীড়ানুরাগী হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।