মাজার, সুন্নি মাদরাসা এবং ভিন্ন ধর্মের উপাসনালয়ে হামলা, জবরদখলের প্রতিবাদ এবং অপরাধীদের শাস্তি দাবিতে মানববন্ধন করেছে বিশ্ব সুন্নি আন্দোলন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম হায়াত বলেন, ‘ইসলামের শিক্ষা সব মানুষ যার যার ধর্ম মত পথ আদর্শ নিয়ে স্বাধীন ও নিরাপদে চলবে, কেউ কারও ওপর আঘাত, হামলা, জবরদখল ইসলামের বিপরীত, অন্যায় অপরাধ। যে অন্যের অধিকার অস্বীকার করে সে মুসলিম নয়, অন্যের অধিকার যে অস্বীকার করে সে মানুষ নয় অমানুষ, শান্তি ও জ্ঞানের মাধ্যমে সত্য-মিথ্যা তুলে ধরা এবং সবার অধিকার-মর্যাদা রক্ষা করাই ইসলামের শিক্ষা। তিনি বলেন, আউলিয়া কেরামের মাজার আল্লাহর নিদর্শন। আল্লাহর অলিরা সব মানুষের জন্য কল্যাণ ও মানবতার কেন্দ্র, ধর্মস্থানে হামলাকারীরা ধর্ম ও মানবতার শত্রু।’ সুন্নি আন্দোলনের মহাসচিব শেখ রায়হান রাহবারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আবু আবরার চিস্তি, আরেফ সারতাজ, সুফি আহমদ মোর্শেদ, মুফতি রেজাউল কাওসার প্রমুখ।