সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

তেজগাঁওয়ে প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নাখালপাড়া হোসেন আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. জব্বার হাওলাদারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। প্রাণভয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নং-৭৬৬।

জিডিতে তিনি অভিযোগ করে বলেন, স্কুল থেকে তাকে সরিয়ে দিতে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ সহচর ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শেখ সাদেকের বোন ওই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা ফরিদা বেগম প্রধান শিক্ষকের পদ দখল করার চেষ্টা করছে। কয়েক দিন ধরে চরম উৎপাত ও হুমকি দিয়ে আসছেন। তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সর্বশেষ খবর