বিজয় দিবসে গতকাল রাজধানীর শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি। সাভার স্মৃতিসৌধে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হওয়ার পর মির্জা আব্বাসের নেতৃত্বে নেতা-কর্মীরা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় দলের চেয়ারপারসনের উপদেষ্টা মাসুদ আহমেদ তালুকদার, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, কামরুজ্জামান রতন, সাইফুল আলম নিরব, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, আনিসুর রহমান তালুকদার খোকন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্যসচিব মোস্তফা জামান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, যুবদলের আবদুল মোনায়েম মুন্না, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল হোসেন সরদার, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদল আহ্বায়ক মো. সুমন ভূঁইয়া ও সদস্যসচিব বদরুল আলম সবুজ, স্বেচ্ছাসেবক দল মিরপুর থানার আহ্বায়ক মো. ফিরোজ আহমেদসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সকাল থেকেই স্ব-স্ব সংগঠনের ব্যানার ফেস্টুনসহ মিছিল নিয়ে আসতে থাকেন।