আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক কর্মক্ষমতার সাম্প্রতিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তবাদী ব্যবসায়ী দল। সংগঠনের সভাপতি এস এম পবিত্র আল ইবাদত গতকাল এক বিজ্ঞপ্তি আইএমএফকে অভিনন্দন জানিয়ে বলেন, সম্প্রতি আইএমএফ মিশন প্রধান ক্রিস পাপাজর্জিও বলেছেন, গণ অভ্যুত্থানের পর থেকে পুনরুদ্ধার ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতায় বাংলাদেশের খুব ভালো অগ্রগতি হয়েছে।
তিনি বলেন, আগামী বছরের ২৪ নভেম্বর স্বল্পোন্নত দেশ থেকে মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার কথা রয়েছে। নিঃসন্দেহে এটি একটি সুখবর। স্বাধীনতার সময় বাংলাদেশ ছিল পৃথিবীর সবচেয়ে হতদরিদ্র দেশ। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের উত্থান গর্ব করার মতো।