জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের আর বাংলাদেশে ফিরে আসার সুযোগ নেই। তবে খুনি হাসিনা বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য আসবেন। আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। তিনি বলেন, খুনি হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারের ওপর মায়ের বুক খালি করেছেন। ওই খুনির বিচার বাংলাদেশে হওয়া উচিত। নীলফামারীর ডোমারে গতকাল পথসভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, বিগত সময়ে খারাপ ভাষা ব্যবহার করে শেখ হাসিনা রাজনৈতিক কালচার ধ্বংস করেছেন। এখন দেখছি একটি রাজনৈতিক দলের সিনিয়র নেতারা একই ভাষা ব্যবহার করছেন। এটা কোনো রাজনৈতিক ভাষা হতে পারে না। যে ভাষায় এতদিন আপনাদের ওপর জুলুম করা হয়েছে, সে ভাষার চর্চা এখন শুরু করলে জনগণ তাদের ছুড়ে ফেলবে।
তিনি বলেন, আপনারা যদি খারাপ ভাষা ব্যবহারের ওই কালচার প্রয়োগ করেন, ‘তাহলে আপনারা অন্য কারও দ্বারা ওই কালচারের শিকার হবেন। কথা বলার সময় সাবধানে বলবেন, আপনার ভাষা ঠিক করবে আপনি আমাদের মুরুব্বি কি না। আপনি আমাদের থেকে শ্রদ্ধা বা সম্মান পাবেন কি না।’
তিনি আরও বলেন, আমাদের নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে এমন কোনো অযৌক্তিক ও অপ্রাসঙ্গিক কথা যেন না বলি। এখন সরকারে যারা আছে তারা সরাসরি কোনো দলের প্রতিনিধি না। তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি এবং রাজনৈতিক দলগুলোর পরামর্শক্রমে তারা সরকারে জায়গা করে নিয়েছেন।
নির্বাচন প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, নির্বাচন দ্রুত দিতে হবে এটা কথা হতে পারে না; বরং কথা এটা হতে পারে যে নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠু হওয়ার জন্য সামগ্রিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করে বিচার এবং সংস্কার শেষে নির্বাচন হতে হবে।
আগামী নির্বাচনে দলমত না দেখে ভালোমানুষকে নির্বাচিত করে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান সারজিস। তিনি বলেন, ভালোমানুষকে ভালো এবং খারাপ মানুষকে খারাপ বলার মানসিকতা নিয়ে খারাপকে ছুড়ে ফেলতে হবে। তা না হলে আওয়ামী লীগ আমলের মতো রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি শুরু হবে। সরকারি অফিসগুলোর দুর্নীতি বিস্তার রোধে তাদের ব্যাপার জনসম্মুখে প্রকাশ করার আহ্বান জানান সারজিস আলম।
এর আগে সারজিস আলম উপজেলা শহরে বৃষ্টিতে ভিজে গণসংযোগ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিওন প্রমুখ।