চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনি তফসিল ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত নির্বাচন বোর্ড। গতকাল বোর্ডের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১ নভেম্বর এই বাণিজ্য সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিভিন্ন ক্যাটাগরির ২৪টি পরিচালকের পদে প্রতিদ্বন্দ্বিতা হবে। এর মধ্যে অর্ডিনারি মেম্বার ক্যাটাগরিতে ১২ জন, অ্যাসোসিয়েট মেম্বার ছয়জন, ট্রেড গ্রুপে তিনজন ও টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে তিনজন পরিচালক প্রতিদ্বন্দ্বিতা করবেন।
চট্টগ্রাম চেম্বারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক (স্থানীয় সরকার) মনোয়ারা বেগম, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (সাধারণ) আহমেদ হাছান যথাক্রমে নির্বাচনি বোর্ডের চেয়ারম্যান ও সদস্য হিসেবে এই তফসিল ঘোষণা করেছেন।
তফসিল অনুযায়ী-নির্বাচনে অংশগ্রহণের জন্য আগামী ১৪-২০ সেপ্টেম্বর পর্যন্ত চেম্বারের আগ্রহী সদস্যরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। আর ২১ সেপ্টেম্বর বিকাল ৪টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। চেম্বারের নোটিস বোর্ড ও ওয়েবসাইটে তফসিলের বিস্তারিত পাওয়া যাবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।