৩৮ লাখ টাকা ঘুষ নিয়ে আয়কর আইনজীবীর কাছে নথি প্রকাশ করার অভিযোগে ঢাকার কর অঞ্চল-৫ এর সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুকে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সচিব মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয়, সহকারী কর কমিশনার মিতু ৩৮ লাখ টাকা গ্রহণের বিনিময়ে কর অঞ্চল-৫ এর সার্কেল-৯৩ এর করদাতা সালাহ উদ্দিন আহমেদের মনোনীত প্রতিনিধিকে (আয়কর আইনজীবী) পূর্ববর্তী নথির রেকর্ড প্রদান করেন। নথির মধ্যে ছিল পুরোনো আয়কর রিটার্ন, অর্ডার শিট, কর নির্ধারণী আদেশ, আপিল-ট্রাইব্যুনাল আদেশসমূহ এবং অন্যান্য নথি। এ কারণে তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।