বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কর্তৃক উত্থাপিত যৌক্তিক সাত দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, চট্টগ্রাম জেলা কমিটির সদস্যরা অফিস সময়ের পরেও এক ঘণ্টা অতিরিক্ত কাজ করে ইতিবাচক আন্দোলনের মাধ্যমে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন। গতকাল এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ শেষে বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, চট্টগ্রাম জেলা কমিটির সদস্য রহমতগঞ্জ সমিতি কার্যালয়ে জেলা কমিটির সভাপতি মো. নূর উদ্দীনের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-আহ্বায়ক (চট্টগ্রাম) প্রকৌশলী মো. জয়নুল আবেদীন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, জেলা কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ রহিম উল্ল্যাহ, সদস্য সচিব প্রকৌশলী এস এম তারেক, বাপিডি প্রকৌস কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি (চট্টগ্রাম) মোহাম্মদ তৌফিকুর রহমান। বক্তব্য রাখেন জেলা কমিটির নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুইয়া, দীপক বড়ুয়া, মোহা. মোরশেদুল আলম চৌধুরী, আজিজুল ইসলাম আজমীর, আবু মোহাম্মদ আরিছ, মো. গোলাম মুনহাম জোয়ার্দ্দার প্রমুখ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সৌরজিত বড়ুয়া।
বক্তারা বলেন, দেশের বিদ্যমান আইন দ্বারা মীমাংসিত একটি বিষয় নিয়ে দেশের বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কতিপয় বিপথগামী শিক্ষার্থীরা ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে ‘প্র্রকৌশলী অধিকার আন্দোলন’-এর ব্যানারে ভিত্তিহীন অবাস্তব ও অযৌক্তিক তিন দফা দাবি উত্থাপনের মাধ্যমে প্রকৌশল খাতকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। গণপূর্ত অধিদপ্তরের নিয়োগ, পদোন্নতি-সংক্রান্ত অসত্য ও ভিত্তিহীন তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রচার করছে। যা বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, চট্টগ্রাম জেলা শাখার সব সদস্য প্রকৌশলী তীব্র নিন্দা জ্ঞাপনসহ প্রত্যাখ্যান করেছে।