আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা শিক্ষার্থীদের বলেছেন চাইলে তারা নাও যেতে পারে। অনেক অভিভাবক সন্তানকে স্কুল-কলেজে যেতে দিচ্ছেন না।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ দেশে দেশে করোনাভাইরাস থেকে সতর্ক নিরাপদ থাকতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে। অনেক দেশ ফার্মেসী ও খাবার হোটেল ছাড়া সব বন্ধ করে দিয়েছে। আমরা সে অবস্হায় নই, আতঙ্কেও নই।
কিন্তু আমরা আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করছি না অথচ পরামর্শ বিশেষজ্ঞরা দিচ্ছেন, সতর্ক হতে, জনসমাগমে না যেতে। শিক্ষাঙ্গনে সবচেয়ে অস্বাস্থ্যকর পরিবেশ, গিজগিজ সমাগম নানা বয়স ও শ্রেণির মানুষ কাজ করে। তবু কি এক জেদে বন্ধ হচ্ছে না। যদি ছাত্র-ছাত্রী শিক্ষক স্টাফ থেকে শিক্ষাঙ্গনে করোনা ভাইরাস আক্রান্ত হওয়া শুরু হয় তাহলে কি শিক্ষামন্ত্রী ও দায়িত্বশীলরা দায় বহন করবেন?
আমরা আতঙ্কিত নই, বারবার বলছি আমরা ডরাই না, কিন্তু সতর্ক পদক্ষেপ চাইছি।জাতির পিতার জন্মশতবর্ষের উদ্বোধনী অধিবেশন বাতিল হয়, শিক্ষা প্রতিষ্ঠান কেনো ছুটি হয় না? সকল শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক ছুটিতে বন্ধ করে দাও। আমাদের সন্তানরা নিরাপদে ঘরে থাক। পড়াশোনা করুক।
লেখক: বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক
বিডি প্রতিদিন/আরাফাত