বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে ছোট ছোট উদ্যোক্তারাই বলিষ্ঠ ভূমিকা রাখছে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংকের ভূমিকা সবকিছুকে ছাড়িয়ে গেছে। যা অন্য কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে ঘটতে দেখা যায় না।
স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের নিকটস্থ ইউএনডিপির এক বিশেষ অনুষ্ঠানে ড. আতিউর এসব কথা বলেন।
গভর্নর ড. আতিউর রহমান আরও বলেন, প্রতিটি বাঙালির মধ্যেই বিশেষ আবেগ ও চেতনা রয়েছে। যাকে বলে 'ইনক্লুসিভিটি স্পিরিট' ( অন্তর্ভূক্তিমূলক চেতনা)। সেটিকে কাজে লাগিয়ে বাস্তবভিত্তিক কিছু করার চেষ্টা চলছে। সরকারের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকও এখন এই অন্তর্ভূক্তিমূলক অর্থায়নে নিয়োজিত ব্যাংকগুলোকে সাথে নিয়ে এগোচ্ছে। বিশেষ করে, যারা পেছনে পড়ে আছে, তাদের সেবা দিয়ে, ফাইন্যান্স দিয়ে এগিয়ে যাবার পথ সুগম করছে।
বিডি প্রতিদিন/১৬ জুন, ২০১৭/ফারজানা