নিউইয়র্কে সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আর্ত-মানবতার সেবায় আত্মনিয়োগের পাশাপশি সন্দ্বীপের আর্থ-সামাজিক অবকাঠামোগত উন্নয়নে অবদানের সংকল্প ব্যক্ত করা হয়। সমিতির নেতৃবৃন্দরা প্রবাসী বাংলাদেশিদের যে কোন সমস্যা-সংকটেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সমিতির প্রতিষ্ঠাতা-সদস্য ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল কাদের মিয়া বলেন, সম্প্রতি সন্দ্বীপে নৌকাডুবিতে হতাহতদের পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে এই সমিতি। সন্দ্বীপ পৌরসভার দুঃস্থ ৫০ জন প্রবীণ নারীকে প্রতিমাসে নির্দিষ্ট হারে অর্থ দেয়া হচ্ছে। এধরনের সেবামূলক প্রকল্পের পরিধি ক্রমান্বয়ে বাড়বে।
কল্যাণ সমিতির সভাপতি জাফরউল্লাহ বলেন, আমাদের জন্মস্থান সন্দ্বীপ। এজন্যে সন্দ্বীপকে প্রাধান্য দিচ্ছি। তবে অন্য এলাকার প্রবাসীরা সমস্যায় পড়লে আমরা হাত গুটিয়ে বসে থাকি না। তাদের পাশেও দাঁড়াচ্ছি।
ইফতার মাহফিলে নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন কল্যাণ সমিতির সেক্রেটারি ইসমত হক খোকন, চট্টগ্রাম সমিতির বোর্ড অব ট্রাস্টিও চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, সমিতির সভাপতি আব্দুল হাই জিয়া, সেক্রেটারি মোহাম্মদ সেলিম, আওয়ামী লীগ নেতা রেফায়েতউল্লাহ চৌধুরী, ফজলুল কাদের, মুজিবুল মাওলা, মাস্টার কামালউদ্দিন, কম্যুনিটি লিডার মোবস্বির মিয়া, মহিউদ্দিন হাসান, হাজী ফজলুল হক, হাজী ফখরুল ইসলাম, কামালউদ্দিন, মো. আনোয়ার হোসেন, আস্রাবউদ্দিন, হাজী গোফরান, এ এইচ খন্দকার জগলু, ওবায়দুল্লাহ, কামাল আহমেদ, জয়নাল আবেদীন, এস এম রেদৌস, মামনুনুল হক মামুন এবং একাত্তরের সেক্টও কমান্ডার্স ফোরামের আহবায়ক রাশেদ আহমেদ প্রমুখ।
ইফতারের প্রাক্কালে মাওলানা ক্বারি সুলতান মাহমুদের নেতৃত্বে বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/১৭ জুন, ২০১৭/ফারজানা