প্রবাসে কর্মজীবনে সেবা মূলক কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য ম্যানেজার এসোসিয়েশন কুয়েত এর উদ্যোগে সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।
রাজধানী কুয়েত সিটির একটি হোটেলে বৃহস্পতিবার সংগঠনের সভাপতি আবুল বাসার এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হোসেন উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় এই সংবর্ধনা দেয়া হয়।
সংগঠনের উপদেষ্টা হাবিবুর রহমান খান (তানজিফকো কোম্পানি) দীর্ঘ প্রবাস জীবন শেষে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা দেয় সংগঠনটি।
অন্যদিকে আরো বেশ কয়েকজন ম্যানেজারকে প্রবাসে কর্মজীবনে সেবা মূলক কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা পান আব্দুল মান্নান (ডানা বার্কলে), মোরশেদ আলম বাদল ( আল আব্রাক কোম্পানি), আবুল বাসার (আল আব্রাক), মোহাম্মদ ইসমাইল (আল আব্রাক), নুরুল ইসলাম (আল ওয়াজান) প্রমুখ।
অনুষ্ঠানে ম্যানেজারদের কর্মের ওপর দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা রবিউল আলম রবি, বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফর রহমান মোখাই আলী, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, আতাউল গনি মামুন সহ আরো অনেকে।
বক্তারা প্রবাসী শ্রমিকদের বেতন ভাতা সহ বিভিন্ন সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা রাখার আহবান করেন। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিক সাংবাদিক সংগঠনের অসংখ্য সুধীজন উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে দেশ ও জাতীর কল্যাণে বিশেষ দোয়ায় শরিক হন অতিথিরা।
উল্লেখ্য, কুয়েতে বিভিন্ন কোম্পানির বাংলাদেশী ম্যানেজারদের সমন্বয়ে গঠিত ম্যানেজার এসোসিয়েশন কুয়েত। এই সংগঠনের নেতৃবৃন্দের অধীনে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেট সহ কুয়েতে বিভিন্ন প্রতিষ্ঠানে অসংখ্য প্রবাসী শ্রমিক কর্মরত আছেন।
এছাড়া অনেক প্রবাসীর হার্ট অপারেশন সহ বিভিন্ন ব্যয়বহুল চিকিৎসা ফ্রিতে করিয়ে দিয়ে সুনাম সহ মানব সেবায় তাঁরা অবদান রেখে আসছেন ।
বিডি প্রতিদিন/ ১৮ জুন ২০১৭/ ই জাহান