বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়ার জোহর প্রাদেশিক শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার জোহরের হোটেল নিউইয়র্কের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোহর প্রাদেশিক শাখা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন।
সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন জোহর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো: ফাহিম, সহ-সভাপতি আহমেদ হোসেন, আব্বাস আলি, রানা হোসেন ও শামিম এজাজ।
এসময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন ইফতার মাহফিলে অংশ নেয়া জোহর আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের জোহর প্রাদেশিক শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক আরজু শেখ জনি, ফরহাদুল ইসলাম, কোষাধ্যক্ষ রুহুল আমিন, সদস্য শারফিন, মানিক, শাকিল, শামিম, রুকু আশরাফ ও নুরুজ্জামানসহ অনেকে। কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জোহর বাংলা মসজিদের ইমাম।
বিডি-প্রতিদিন/১৮ জুন, ২০১৭/ওয়াসিফ