‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের মত মহিয়সী নারীর বড় প্রয়োজন বাঙালি জাতির স্বাধিকার সুসংহত রাখতে। তিনি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধুর উদ্দীপনার প্রেরণা, দেশপ্রেমের অতন্দ্র প্রহরী।’ এমন অভিমত পোষণ করা হয় রবিবার বঙ্গমাতা পরিষদের যুক্তরাষ্ট্র শাখার ইফতার মাহফিল পূর্ব আলোচনা থেকে।
নেতৃবৃন্দ বলেন, ‘বঙ্গমাতার যোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা এবং এ কারণেই বঙ্গবন্ধুর দেখিয়ে যাওয়া পথ ধরে এগুচ্ছে বাংলাদেশ। সমৃদ্ধির স্বপ্ন আজ বাঙালির হাতের মুঠোয়।’ বক্তারা বলেন, ‘পচাত্তরের হায়েনা এবং একাত্তরের হায়েনারা-একই গোত্রের। সেই হায়েনার দল এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। চোখ-কান খোলা রাখতে হবে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রতিটি প্রবাসীকে।’
এ সময় বঙ্গমাতাসহ পচাত্তরের ১৫ আগস্টের নৃশংসতার শিকার সকলের আত্মার মাগফেরাত এবং বঙ্গবন্ধু পরিবারের জীবিত সদস্যদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি চায়নিজ পার্টি হলে সংগঠনের সভাপতি ড. এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুজ্জামানের সঞ্চালনায় সংক্ষিপ্ত এক আলোচনায় অংশ নেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জন কর, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সেক্রেটারি খোরশেদ আনোয়ার বাবলু, যুক্তরাষ্ট্র জাসদের সেক্রেটারি নূরে আলম জিকু, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ফিরোজুল ইসলাম পাটোয়ারি, কম্যুনিটি এ্যাক্টিভিস্ট সিরাজউদ্দিন সোহাগ, আব্দুল খালেক, মোসাদ্দেক আলী, মো. হোসেন, কামাল হোসেন প্রমুখ। ইফতারের আগে দোয়া-মাহফিল পরিচালনা করেন মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী।
বিডি-প্রতিদিন/১৯ জুন, ২০১৭/মাহবুব