সৌদি আরবের রিয়াদে বসবাসরত সিলেট প্রবাসীদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রিয়াদের প্যারাডাইস হলরুমে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক ও সাবেক ভাইস প্রেসিডেন্ট মো: হিজবুল গুলজার।
জালালাবাদ অ্যাসোসিয়েশন রিয়াদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুজ্জামান সুমনের পরিচালনায় সংগঠনের সভাপতি আব্দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাদ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা তজমুল ইসলাম চৌধুরী, রোকন ইবনে ফয়েজী, মাহতাব উদ্দীন, বাংলাদেশি পণ্য আমদানি কারক সমিতির সভাপতি কাপতান হোসেন, রিয়াদ বাংলা স্কুলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোসতাক আহমেদ, সদস্য সবুজ বিশ্বাস, বাংলাদেশ বিমানের সহকারী স্টেশন ম্যানেজার মতিউর রহমান, সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের (প্রসাফ) সভাপতি মোহাম্মদ আবুল বশির, রিয়াদ কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি গোলাম মহিউদ্দিন, সিলেট বিভাগ প্রবাসী পরিষদের উপদেষ্টা এরশাদ আহমেদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নিয়াজ খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, রিয়াদ মহানগরের সভাপতি এটিএম জিয়া উদ্দিন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সিলেট বিভাগ গণদাবী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সাবেক সভাপতি মাহমুদ আলী শাহ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রিয়াদ জেলার সহ-সভাপতি গিয়াস উদ্দিন শাহবাজ, সাধারণ সম্পাদক এম আর এইচ ভূঁইয়া রফিক, যুগ্ন সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন তানিম, আওয়ামী পরিষদের প্রচার সম্পাদক আলী নূর রনি, ইভেন্ট অর্গানাইজার ‘শ্যাডো” নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রমজানের গুরুত্ব ও তাতপর্য তুলে ধরে বক্তব্য রাখেন রিয়াদে সানাইয়া ইসলামীক সেন্টারের মাওলানা আজমল হোসাইন।