রাঙ্গামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাবার পথে রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি প্রতিনিধি দলের উপর হামলার প্রতিবাদে সভা করেছে মালয়েশিয়া শাখা বিএনপি একাংশ।
সোমবার সন্ধ্যায় কুয়ালালামপুরের স্থানীয় এক রেস্টুরেন্টে মালয়েশিয়া বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জহিরুল ইসলামের পরিচালনায় ও বিএনপি সভাপতি শহীদ উল্যাহ শহীদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপি প্রচার সম্পাদক কামাল উদ্দিন রানা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল খান, তামানমাস বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মোবারক কারী, পাংসাপুরী বিএনপি নেতা শাহাব উদ্দিন পান্না প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিজান, মোঃ আলমগীর, মোঃ কবির মোল্লা, নুরুল আমিন, মোঃ ইদ্রিস, মোঃ ইব্রাহিম, মোঃ হানিফ, মোঃ শাহ আলম, রহমান, মনির, রাসেল, মোঃ আকবর ও শফিক সহ বিএনপি, যুবদল, শ্রমিকদল, সেচ্ছাসেবকদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন