কুয়েতে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট বিএমসি'র উদ্যোগে আন্তঃ কন্টিনজেন্ট আজান ও কেরাত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং কেন্দ্রীয় ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মিলিটারী কমান্ড টু কুয়েত (বিএমসি) সদর দফতর সোবহানে সোমবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ব্রিগেডিয়ার জেনারেল এস এম শামিম উজ জামান, বিএসপি, এনডিসি, পিএসসি, কমান্ডার বিএমসি স্বাগত বক্তব্য প্রদান করেন।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এছাড়াও কুয়েত সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাগণ এবং বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টের সেনা কর্মকর্তা ও সৈনিকগণও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ২০ জুন, ২০১৭/ ই জাহান