প্রবাসে সবাই যে যার কর্মে ব্যস্ত, সাধারনত এক জনের সাথে আরেক জনের দেখা সহজে একটা হয় না। যেখানে এক জনের সাথে আরেক জনের দেখা হওয়াটা দুরহ ব্যপার সেখানে বিভিন্ন অঞ্চলের শত প্রবাসী এক সাথে হওয়া কল্পনায় ভাবা যায় বাস্তবে নয়। মাঝে মধ্যে কোন অনুষ্ঠান হলে কিছুটা দেখা সাক্ষাৎ হয় যা নগন্য।
কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের প্রায় দেড় শতাধিকের উপরে সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিক আঞ্চলিক সহ বিভিন্ন সংগঠন রয়েছে। অনেক সংগঠনের বার মাস কোন কর্মকান্ড না করলেও পবিত্র রমজান মাসে সুধীজনের সম্মানে ইফতার আয়োজনে তাদের অবস্থান জানান দেয়। হাতে গুনা কিছু সংগঠন যারা বার মাসেই কোন না কোন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এমনই একটি সংগঠন বৃহত্তর ঢাকা সমিতি কুয়েত।
পবিত্র রমজান মাসে সুধীজনের সম্মানে ইফতার আয়োজনে তারাও পিছিয়ে নেই। সম্প্রতি কুয়েত সিটির রাজধানী হোটেলে সংগঠনের সভাপতি মনির হোসেন মন্টুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আব্দুল কাদের মোল্লার সঞ্চালনায় ইফতার অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, বিজনেস কাউন্সিল সভাপতি মোখাই আলী লুৎফর রহমান, সমিতির উপদেষ্ঠা রবিউল আলম রবি, ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল বাসার সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিক সংগঠনের সর্বস্তরের প্রবাসীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। ইফতারের আপ্যায়নের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিডি প্রতিদিন/ ২১ জুন, ২০১৭/ ই জাহান