বাংলাদেশের ন্যায় সৌদি আরবেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৮।
বুধবার স্থানীয় সময় সকাল ৯টায় রিয়াদ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে দিনের কর্মসূচির উদ্বোধন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।
অপরদিকে জেদ্দায় সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন কনসাল জেনারেল এফএম বোরহান উদ্দিন।
যথাযোগ্য মর্যাদায় জেদ্দায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, দিবসটি উপলক্ষ্যে দেয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেয়া বাণী পাঠ ও ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত।
এছাড়াও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ রিয়াদ বাংলা ও ইংরেজী শাখা, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ জেদ্দা বাংলা ও ইংরেজী শাখা, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ দাম্মাম ইংরেজি শাখা, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বুরাইদা আল কাসিম শাখা দিবসটি উপলক্ষ্যে আলাদা আলাদা কর্মসূচি পালন করে।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব