মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুয়েত। এ উপলক্ষ্যে ২৯ মার্চ রাতে সার্ক সিটি টাওয়ার হোটেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক আক্তারুজ্জামান মোহাম্মদ সামস, সদস্য সচিব শফিকুল ইসলাম, কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম, বিশেষ অতিথি সোয়েব আহমদ, মাঈন উদ্দিন, আবুল হাসেম এনাম, আজিজ উদ্দিন মিন্টু, আব্দুল লতিফ, হুমায়ূন কবির মায়মুন, মোমিন উল্লাহ পাটোয়ারী, রফিক উল্লাহ ভূঁইয়া, আনম তোহা মিলন, আব্দুল কাদের, মুস্তাফির রহমান, কোরবান আলী, জাহিদুল রহমান, শাহআলম, আশরাফুল আলম প্রমুখ।
বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।
বিডি প্রতিদিন/৩০ মার্চ, ২০১৮/ফারজানা