মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইতালী আওয়ামীলীগের আয়োজনে রোমের তরপিনাতারার একটি হলরুমে গত সোমবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতালী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমেদ ঢালি। সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহ সভাপতি কে এম লোকমান হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের মহিলা সম্পাদক হোসনে আরা বেগম, এ সময় বক্তব্য রাখেন ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রব ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক আফ্তাব ব্যাপারি,আতিয়ার রসুল কিটন,শোয়েব দেওয়ান,আবু তাহের, সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ দিনু, মাহবুব আলম প্রধান, জামান মুক্তার, দপ্তর সম্পাদক হাবীব মকদম, মহিলা সম্পাদিকা তুহিনা সুলতানা মলি, যুবলীগ ইতালি শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহমেদ ,রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, সহ আরো অনেকেই।
সভায় মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে আরো গৌরবান্বিত করতে সকল আওয়ামী নেতা কর্মীদের উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগ, যুবলীগ , মহিলা আওয়ামী লীগ, রোম মহানগর আওয়ামী লীগ, রোমা নর্দ আওয়ামী লীগ, তুসকোলানা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ ইতালী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, ছাত্র লীগ, বঙ্গবন্ধু পরিষদ, শেষ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদসহ আওয়ামী সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিডিপ্রতিদিন/ ই-জাহান